google.com, pub-7743011090496367, DIRECT, f08c47fec0942fa0 আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনি আপনার সন্তানকে অভাব শেখান। - বাংলা ইসলামিক বই -->

আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনি আপনার সন্তানকে অভাব শেখান।

 

আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনি আপনার সন্তানকে অভাব শেখান। 



আপনি একজন বাবা, কোনো এটিএম মেশিন না!

আপনি একজন মা, ঘষা দেয়া প্রদীপের দৈত্য না। যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে।

যা চাইবে তাই যদি হাজির করেন, আপনার বাচ্চা "মানুষ" হওয়ার সম্ভাবনা খুবই কম।


সন্তানকে জীবনের মানে বুঝানো মানে কম ভালোবাসা না, বরং তাকে বেশী ভালোবাসা। 

কারন আপনি যখন থাকবেন না! দুনিয়ার কঠিন এই পথ তাকে একা চলতে হবে।

আপনার সন্তানকে শেখান চাইলেই সব কিছু পাওয়া যায় না।

সব কিছু পাওয়ার দরকারও নাই। কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান। তাকে বুঝান সবকিছু ছাড়াও জীবন চলে। কখনো কখনো যদি আপনার বাচ্চা বুঝতে না চায় তাহলে তাকে আত্মীয়-স্বজনের বাড়িতে ঘুরতে নিয়ে যাওয়ার প্ল্যানিং শুনাবেন, আবার কখনো কখনো ঘুরতে বেড়োবেন। এতে আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা হবে, পাশাপাশি বাচ্চার জীবন সুন্দর হওয়ার বিশেষ অবদানও রাখবে।